তোজাম্মেল হোসেন মঞ্জু: ডোমার উপজেলা পরিষদে ৭ প্রার্থীকে হারিয়ে প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সরকার ফারহানা আখতার সুমি। তিনি টেলিফোন প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল আহমেদ (আনারস) পেয়েছেন ২৩ হাজার ১৩৪ ভোট। বুধবার ভোটগ্রহণ শেষে রাত সোয়া ১১টার দিকে ভোটের ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সরকার ফারহানা আখতার সুমি জেলা আওয়ামী লীগের সদস্য। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় পদে রয়েছেন। অন্যদিকে তোফায়েল আহমেদ সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নির্বাচনে চেয়ারম্যান পদে আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।